- Views 12133
- Likes 3
প্রতিবেদক, টাইমসবাংলা.নেটঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের আট উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সকাল ৮টা থেকে কোন ধরনের বিরতি ছাড়া বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
ফরিদপুরের আট উপজেলায় নির্বাচিত হয়েছেন যারাঃ
মধুখালীঃ চেয়ারম্যান পদে মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ভাইস চেয়ারম্যান পদে মুরাদুজ্জামান মুরাদ ও মোরশেদা আক্তার মিনা নির্বাচিত হয়েছেন।
সালথাঃ চেয়ারম্যান পদে ওয়াদুদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান পদে আসাদ মাতুব্বর ও রুপা বেগম।
বোয়ালমারীঃ চেয়ারম্যান পদে এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ রাসেল রেজা ও রেখা পারভীন।
ভাঙ্গাঃ চেয়ারম্যান পদে এস এম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা ও পারুলী বেগম।
সদরপুরঃ চেয়ারম্যান পদে কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মিজানুর রহমান শিকদার ও জিনিয়া নাজনিন কল্পনা।
চরভদ্রাসনঃ চেয়ারম্যান পদে মোশারফ হোসেন মুশা, ভাইস চেয়ারম্যান পদে মোতালেব মোল্লা ও ফরিদা বেগম নির্বাচিত হয়েছেন।
আলফাডাঙ্গাঃ চেয়ারম্যান পদে একেএম জাহিদুল হাসান জাহিদ, ভাইস চেয়ারম্যান পদে শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন নির্বাচিত হয়েছেন।
নগরকান্দাঃ চেয়ারম্যান পদে মনিরুজ্জামান সরদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। #
ভিডিও….ফরিদপুরের ৮ উপজেলায় বিজয়ী যারা
মন্তব্য করুন