- Views 387
- Likes
ডেক্স রিপোর্ট, টাইমসবাংলা.নেটঃ
করোনায় এই প্রথম ভারতের দিল্লিতে অনলাইনে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হলো এক দম্পতির মধ্যে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই দম্পতির ডিভোর্সের আবেদনে সম্মতি দিয়েছে নিম্ন আদালত। খবর টাইমস অব ইন্ডিয়া।
করোনা ও লকডাউনে মানুষের জীবন বদলে যাওয়ার যে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা, তারই প্রমাণ পাওয়া গেলো দিল্লির এ ঘটনায়।
খবরে বলা হয়েছে, উভয়ের সম্মতিতেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই অনলাইনে জয়েন্ট স্টেটমেন্ট দাখিল করেন এবং তাদের সই করা বিবৃতির সফট কপি আদালতের রেকর্ড হিসেবে জমা করা হয়। ডিভোর্সের পুরো প্রক্রিয়া অনলাইনে প্রত্যেকে নিজের বাড়িতে বসে সম্পূর্ণ করেছেন তারা।
ডিভোর্সের আবেদন করা দম্পতি, তাদের আইনজীবী, পারিবারিক আদালতের বিচারক এবং আদালতের অন্য কর্মচারীরা সবাই নিজেদের বাড়িতে বসেই অনলাইনে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
জানা গেছে, হিন্দু বিবাহ আইন অনুযায়ী ২০১৭ সালে বিয়ে হয়েছিলো ওই দম্পতির। কিন্তু বিয়ের সময় দেনাপাওনা নিয়ে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। ফলে বিয়ের এক বছর পর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। পরস্পরের সম্মতিতেই তারা বিবাহ বিচ্ছেদের মামলাও করেন।
মন্তব্য করুন