- Views 308
- Likes
স্পোর্টস রিপোর্টার, টাইমসবাংলা.নেটঃ
ফরিদপুরের আতিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উন্নীত হয়েছে রেজাউল ট্রেডার্স। শহরের অম্বিকাপুরে অনুষ্ঠিত আতিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার এর উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় লাভ করে সেমিফাইনালে উঠেছে রেজাউল ট্রেডার্স।
মঙ্গলবার বিকেলে প্রতিযোগিতার দ্বিতীয় কোয়াটার ফাইনালে তারা ২/১গোলে ফাহাদ ইলেকট্রনিক্স দলকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন হৃদয় ও রাকিব।
অন্যদিকে বিজিত দল ফাহাদ ইলেকট্রনিক্স এর পক্ষে একমাত্র গোলটি করেন বাপ্পা। প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনালে বুধবার মোকাবেলা করবে ভয়ঙ্কর পেলেয়াড় বনাম ভাই ভাই একাদশ।#
মন্তব্য করুন